হবিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০২
অ- অ+

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার আউশকান্দি ইউনিয়নের সদরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো– সদরাবাদ গ্রামের মালেক মিয়ার ছেলে ইকবাল হোসেন (৮) এবং বাবুল হোসেনের ছেলে রাফি আহমেদ (৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইকবাল ও রাফিকে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে পাচ্ছিলো না। পরে বাড়ির পাশের সামাদ মিয়ার পুকুরের পানিতে নেমে খুঁজলে একপর্যায়ে তাদের মরদেহ ভেসে ওঠে।

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে জানিয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের বরাবর আবেদন করা হয় এবং আবেদন মঞ্জুর হয়েছে।

(ঢাকা টাইমস/১৯সেপ্টেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশে  নিষেধাজ্ঞা
জেডআরএফ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মোর্শেদ
শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দুপক্ষের সংঘর্ষ, পুলিশের এসি-ওসিসহ আহত ১০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা