১০ জনের মিয়ানমারের কাছে হেরে এশিয়াড শুরু বাংলাদেশের
এশিয়ান গেমসের অনূর্ধ্ব-২৩ ফুটবলের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। হাংজুর জিয়াওশান স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে ১০ জনের মিয়ানমারের কাছে ১-০ গোল ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা।
শক্তিমত্ত্বার বিচারে মিয়ানমার থেকে খানিকটা পিছিয়ে বাংলাদেশ। এরপরও প্রথমার্ধে লড়াইটা হয়েছে শেয়ানে-শেয়ানে। প্রথমার্ধের পুরো ৪৫ মিনিটে আসেনি কোনো গোল।
তবে দ্বিতীয়ার্ধে আর নিজেদের জাল অক্ষত রাখতে পারেননি বাংলাদেশের ফুটবলাররা। ম্যাচের ৬৭তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় মিয়ানমার। তবে গোলটি মিয়ানমারের কোনো ফুটবলার করেননি। মুরাদের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
ম্যাচের ৭৫তম মিনিটেএক ডিফেন্ডার লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় মিয়ানমার। কিন্তু তারপরও ম্যাচে ফেরা সম্ভব হয়নি বাংলাদেশের। শেষ পর্যন্ত আপ্রাণ চেষ্টা চালালেও জয় তো দূরের কথা সমতায় ফিরতে পারেরি লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা। ম্যাচটি শেষ হয়েছে ১-০ গোল ব্যবধানে।
(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এমএম)