কালকিনিতে অবৈধ চায়না জাল জব্দ

মাদারীপুর প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩৮
অ- অ+

বৃষ্টি উপেক্ষা করে মাদারীপুরের কালকিনিতে অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার গোলালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার গোপালপুর ও মিনাজদী এলাকার বিলে স্থানীয় জেলেরা অবৈধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকার করে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লক্ষাধিক টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেন। পরে আগুন জ্বালিয়ে জব্দকৃত জালগুলো ধ্বংস করা হয়। এ জালে ছোট মাছ থেকে শুরু করে যে কোন জলজ প্রাণি একবার প্রবেশ করলে আর বের হতে পারে না। এর ফলে আমাদের জলাশয় থেকে মাছসহ সকল জলজ প্রাণি বিলুপ্ত হয়ে যেতে পারে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা বলেন, সকল প্রকার নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকার করা বেআইনি। তাই প্রায় লক্ষাধিক টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। আমরা সব ধরনের নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত রাখবো।

(ঢাকাটাইমস/১৯ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে হামলা, আহত ৫
বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের বৈঠক
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে: মঈন খান
নির্বাচন বিলম্বিত হলে জনগণই রাস্তায় নামবে: ফারুক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা