যাত্রাবাড়ীতে তক্ষকসহ যুবক আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে দুটি তক্ষকসহ একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে কুতুবখালী এলাকা থেকে নিউটন চাকমা নামে ওই যুবককে আটক করা হয়।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, ‘চেকপোস্টে নিয়মিত তল্লাশি করার সময় সন্দেহ হয়ে নিউটনকে। পরে তার কাছ থেকে তক্ষকগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিউটন জানিয়েছে, এই তক্ষকগুলো খাগড়াছড়ি থেকে এনে ফরিদপুরের এক ব্যক্তিকে দেওয়ার কথা ছিল।’
এসআই মনির আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে একটি চক্র এই বন্যপ্রাণীর অবৈধ ব্যবসা করে আসছে। নিউটন সেই চক্রের কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। আর তক্ষকগুলো হস্তান্তর করা হবে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে। আটক নিউটনের বিরুদ্ধে মামলা হবে।’
(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এসএস/এফএ)

মন্তব্য করুন