তিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৩ হাজার ৩৬২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৭| আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩৫
অ- অ+
বাংলাদেশ ব্যাংক

দেশে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোটি টাকার ব্যাংক হিসাবের সংখ্যা বেড়েছে ৩ হাজার ৩৬২। বাংলাদেশ ব্যাংকের ২০২৩ সালের জুনভিত্তিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জুন পর্যন্ত ১ কোটি টাকার বেশি আমানত রয়েছে, এমন ব্যাংক হিসাবের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৫৫৪। এসব ব্যাংক হিসাবে মোট জমার পরিমাণ ৭ লাখ ৩১ হাজার ৩৩২ কোটি টাকা।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ১ কোটি টাকার বেশি আমানতের ব্যাংক হিসাব ছিল ১ লাখ ১০ হাজার ১৯২টি আর এসব হিসাবে জমার পরিমাণ ছিল ৬ লাখ ৯০ হাজার ৮৭৭ কোটি টাকা।

তিন মাসের ব্যবধানে কোটি টাকার ব্যাংক হিসাবের সংখ্যা ৩ হাজার ৩৬২টি বেড়েছে। এসব হিসাবের বিপরীতে জমা টাকার পরিমাণ বেড়েছে ৪০ হাজার ৮৫৫ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, দেশের ব্যাংকিং খাতের মোট আমানতের ৪৩ দশমিক ৩৬ শতাংশ কোটি টাকার হিসাবধারীদের।

উল্লেখ্য, দেশে কোটি টাকার ব্যাংক হিসাবের সংখ্যা করোনা মহামারির পর থেকে দ্রুত বৃদ্ধি পেয়েছে।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আসাদুজ্জামান খান কামালের ১২ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা