বিশ্বায়নের এই যুগে সহযোগিতা ও অংশীদারত্বের ভিত্তিতে কাজের উপযোগিতা অনেক বেশি: হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫৫
অ- অ+

বিশ্বায়নের এই যুগে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্বের ভিত্তিতে কাজের উপযোগিতা অনেক বেশি বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, করোনা মহামারি যখন আমাদেরকে কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে, তখন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার প্রকৃষ্ট উদাহরণ হয়ে সহযোগিতার হাত প্রসারিত করেছে।

বুধবার সন্ধ্যায় কাওরানবাজার হোটেল সোনারগাঁও গ্র্যান্ড বলরুমে রেড ক্রিসেন্ট সোসাইটির ৭ম আন্তর্জাতিক পার্টনারশিপ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পারস্পরিক সহযোগিতা জোরদার অত্যাবশ্যক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল এটিএম আবদুল ওয়াহহাব (অব.)। তিনি বলেন, রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের সাথে সম্পৃক্ত সকলেরই মহান দায়িত্ব অসহায় ও প্রান্তিক মানুষদের দুর্দশা লাঘবে কাজ করা।

সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আসুন ঝুঁকিপূর্ণ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ চালিয়ে যাই। আপনাদের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটি সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে সরকারের সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দুই দিনব্যাপী পার্টনারশিপ মিটিং-এ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন বিভাগের আওতায় পরিচালিত প্রকল্প ও কর্মসূচির কাজের অগ্রগতি ও প্রতিবন্ধকতাসমূহ নিয়ে আলোচনা করা হয়। নতুন নতুন প্রকল্পে কাজের ক্ষেত্র ও ঝুঁকিসমূহ চিহ্নিত করা হয়। আলোচনা হয় জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশে এর বিরূপ প্রভাবের ফলাফল নিয়েও। একইসাথে সেগুলো উত্তরণের উপায় খুঁজতে নেয়া হয় নানা পদক্ষেপ। রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের সাথে সম্পৃক্ত ১৭টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত ৭ম পার্টনারশিপ মিটিংয়ের সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কোষাধক্ষ্য এম এ ছালাম, মহাসচিব কাজী শফিকুল আযম, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) এর হেড অব ডেলিগেশন সঞ্জীব কাফলে এবং ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস (আইসিআরসি) এর হেড অব ডেলিগেশন এনিয়াস ডুহ্।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/পিআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে ছাত্র-জনতার অবস্থান, যান চলাচল বন্ধ
নোয়াখালীতে আ. লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ১৫
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি আনকোনা শাখার নতুন কমিটি গঠন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা