বিএনপির ভৈরব-সিলেট রোডমার্চ শুরু, নেতাকর্মীদের ঢল

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৯ | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৯
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ভৈরব-সিলেট রোডমার্চ কর্মসূচি পালন করছে বিএনপি।

সরকার পতনের একদফা দাবিতে ভৈরব থেকে সিলেট অভিমুখে রোডমার্চ শুরু করেছে বিএনপি।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ভৈরব বাসস্ট্যান্ডে উদ্বোধনী সমাবেশের পর ১৬০ কিলোমিটার দীর্ঘ পথে রোডমার্চ শুরু হয়।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী সোহেল, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

এদিকে রোডমার্চ শুরুর আগেই লোকারণ্য হয়ে পড়ে ভৈরব বাসস্ট্যান্ড এলাকা। রোডমার্চে বিপুল সংখ্যক নেতাকর্মী বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেল নিয়ে যোগ দেন। রোডমার্চ শুরুর পর ভৈরব ব্রিজ, আশুগঞ্জ পার হয়ে সিলেটের দিকে এগিয়ে যায়।

​স্থানীয় নেতারা জানান, মাঝপথে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও মৌলভীবাজারের শেরপুর হয়ে বিকালে সিলেটে গিয়ে পৌঁছাবে। এরপর সিলেটের আলিয়া মাদারাসা মাঠে বিকাল সাড়ে ৪টার মধ্যে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।

ভৈরব থেকে সিলেটের পর ২৩ সেপ্টেম্বর বরিশাল থেকে পটুয়াখালী, ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে, ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ এবং ৫ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ করবে বিএনপি।

এর আগে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে রংপুর ও রাজশাহী বিভাগে রোডমার্চ হয়েছে।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনের মৃত্যু

কুমিল্লায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই বোনসহ ৩ জনের মৃত্যু

গোপালগঞ্জে খিচুড়িভোজ করালেন ট্রাম্পের ছেলের বন্ধু যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকচালকের মৃত্যু 

চাঁদপুরের ডাকাতিয়া নদীর ভাঙনরোধে এলাকাবাসীর মানববন্ধন

জামালপুরে ধর্ষণের পর হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মাদারীপুরে পেলো প্রাণ ‘মরা ইটেরপুল খাল’ 

জলাতঙ্কের টিকা নেই এক মাস, বাইরে বেশি দামে বিক্রি

পাবনায় কাভার্ডভ্যানের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

সাবেক উপজেলা চেয়ারম্যানের কাছে বিএনপি নেতার চাঁদা দাবির অডিও

এই বিভাগের সব খবর

শিরোনাম :