ওয়ানডে র‌্যাংকিংয়ে আবারও শীর্ষে সিরাজ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৭
অ- অ+

এবারের এশিয়া কাপ ফাইনালে সিরাজের আগুনঝরা বোলিংয়ে যেন পাত্তাই পাইনি লঙ্কান ব্যাটসম্যানরা। একাই সাজঘরে পাঠিয়েছেন অর্ধেকের বেশি লঙ্কান ব্যাটারদের। এরই ফলে ওয়ানডে র‌্যাংকিংয়ে আবারও এক নম্বরে উঠে এসেছেন মোহাম্মদ সিরাজ।

ফাইনালে শ্রীলঙ্কাকে ৫০ রানে অলআউট করেছে ভারত। আর সেই ম্যাচে ভারতের জয়ের মূল নায়ক মোহাম্মদ সিরাজ তুলে নিয়েছেন ৬ উইকেট। তার ২১ রানে ৬ উইকেটের ম্যাচজয়ী স্পেল তাকে ওয়ানডে র‌্যাংকিংয়ের ১ নম্বর স্থান ফিরিয়ে দিয়েছে।

এই বছরের জানুয়ারিতে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে আসার পর আবার মার্চে অজি পেসার জশ হ্যাজেলউডের কাছে নিজের শীর্ষস্থান হারিয়েছিলেন সিরাজ। এরপর র‌্যাংকিংয়ে অবনতির কারণে ধীরে ধীরে ৯ নম্বরে নেমে যান তিনি। তবে এশিয়া কাপে ১২.২ গড়ে ১০ উইকেট নেওয়ার পর র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন সিরাজ। হ্যাজেলউড, ট্রেন্ট বোল্ট, রশিদ খান ও মিচেল স্টার্কের মতো বোলারদের পেছনে ফেলে আট ধাপ এগিয়ে এক নম্বরে উঠে এসেছেন তিনি।

র‌্যাংকিংয়ে সিরাজের পর রয়েছেন যথাক্রমে জশ হ্যাজেলউড, ট্রেন্ট বোল্ট, মুজিবুর রহমান, রশিদ খান, মিচেল স্টার্ক, ম্যাট হেনরি ও অ্যাডাম জাম্পা।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এসআই/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে ছাত্র-জনতার অবস্থান, যান চলাচল বন্ধ
নোয়াখালীতে আ. লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ১৫
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি আনকোনা শাখার নতুন কমিটি গঠন 
চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি, ভ্যাপসা গরমে হাঁসফাঁস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা