বয়কট প্রত্যাহার করলেন স্পেনের নারী ফুটবলাররা

স্পেনের ফুটবল ফেডারেশনের কাঠামোতে তাৎক্ষণিক ও গভীর পরিবর্তনের প্রতিশ্রুতিতে বয়কট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন নারী ফুটবলাররা।
বুধবার স্পেনের ভ্যালেন্সিয়ার একটি হোটেলে নারী দলের ফুটবলার, স্পেন ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কর্মকর্তা, জাতীয় ক্রীড়া পরিষদ (সিএসডি) ও নারী খেলোয়াড়দের ইউনিয়ন ফুটপ্রো-র সদস্যরা সাত ঘণ্টার বৈঠক শেষে এই সিদ্ধান্তে পৌঁছান।
বিশ্বকাপের উপস্থাপনা অনুষ্ঠানে ফুটবল ফেডারেশনের সাবেক প্রধান লুইস রুবিয়ালেস ও নারী ফুটবলার হেনি হারমোসোর চুমুকাণ্ডের পর খেলোয়াড়রা বলেছিলেন যে ফেডারেশনের গাঠনিক পরিবর্তন না হওয়া পর্যন্ত তারা স্পেনের প্রতিনিধিত্ব করবেন না।
বৈঠকের পর জাতীয় ক্রীড়া কাউন্সিলের (সিএসডি) প্রেসিডেন্ট ভিক্টর ফ্রাঙ্কোস সাংবাদিকদের বলেন, ‘খেলোয়াড় ও ফেডারেশনের মধ্যে যে চুক্তিগুলো হয়েছে তা স্বাক্ষর করার জন্য ফুটবল ফেডারেশন, জাতীয় ক্রীড়া কাউন্সিল ও খেলোয়াড়দের সমন্বয়ে একটি কমিশন তৈরি করা হবে। এছাড়াও খেলোয়াড়রা ফেডারেশনের যেই পরিবর্তনের প্রয়োজনীয়তা সম্পর্কে তাদের উদ্বেগ প্রকাশ করেছিল, অবিলম্বে সেই পরিবর্তনগুলো করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে’।
শুক্রবার সুইডেনের বিপক্ষে ম্যাচের মাধ্যমে উইমেন্স নেশন্স লিগে অভিষেক হবে স্পেনের। এই টুর্নামেন্টের মাধ্যমেই নির্ধারিত হবে ইউরোপের কোন দলগুলো ২০২৪ প্যারিস অলিম্পিকে খেলবে।
(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এসআই/এফএ)

মন্তব্য করুন