ইইউ সরকারের একতরফা প্রহসনের নির্বাচনের মতলব বুঝে ফেলেছে: এবি পার্টি

এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সরকার যে একতরফা প্রহসনের নির্বাচন করতে চাচ্ছে সেই কুমতলব ইউরোপীয় ইউনিয়ন বুঝে ফেলেছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল এসে সরকারিদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মিটিং করেছে, তারা নির্বাচন কমিশনের সঙ্গেও কথা বলেছে।
তিনি বলেন, আন্তর্জাতিক মহল পর্যবেক্ষক না পাঠালে নির্বাচন কারও কাছেই গ্রহণযোগ্য হবে না। সরকার গোয়ার্তুমি করে দেশকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। অবৈধ ক্ষমতা আঁকড়ে থাকতে তারা একের পর এক রেড সিগন্যাল অগ্রাহ্য করার কারণে ‘বিপর্যয় আসন্ন’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
শুক্রবার দুপুরে রাজধানীর বিজয় নগরস্থ বিজয়-৭১ চত্ত্বরে এবি পার্টি আয়োজিত ১ দফা দাবিতে মিছিল ও বিক্ষোভ চলাকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবি পার্টির যুগ্ম-সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমূল হকের সভাপতিত্বে ও দলের সিনিয়র সহকারী সদস্য-সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন পার্টির যুগ্ম সদস্য সচিব ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন, যুব পার্টির যুগ্ম সদস্য সচিব হাদিউজ্জামান, বাংলাদেশ ছাত্রপক্ষের আহবায়ক মোহাম্মদ প্রিন্স ও যুব নেত্রী অ্যাডভোকেট সুলতানা রাজিয়া প্রমুখ।
মঞ্জু বলেন, ইউরোপীয় ইউনিয়নের সুপারিশ অগ্রাহ্য করে একতরফা নির্বাচন করলে আমাদের রপ্তানীমুখী গার্মেন্টস শিল্পের উপর নিষেধাজ্ঞা আসতে পারে। জাতিসংঘের প্রত্যাশা অনুযায়ী অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন না হলে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে আমাদের নিরাপত্তা বাহিনী’র বন্ধ হতে পারে। এর পুরো দায় সরকারকে বহন করতে হবে। তিনি অবিলম্বে পদত্যাগ করে অন্তবর্তীকালীন নিরপেক্ষ সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর অথবা বিকল্প হিসেবে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের দাবি জানান।
সভাপতির বক্তব্যে বিএম নাজমূল হক বলেন; স্বৈরাচারী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে দেশের কোটি কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ। দূর্নীতি, অর্থপাচার, লুটপাট, দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধগতির বিরুদ্ধে যত ক্ষোভ মানুষের মনে জমা হয়েছে, তাতে পরিস্থিতি খুবই পরিষ্কার, অবৈধ এই সরকারকে এবার ক্ষমতা ছাড়তেই হবে। জনদাবি উপেক্ষা করে ক্ষমতা আঁকড়ে থেকে থাকার পরিণাম শুভ হবে না বলে তিনি সতর্কবাণী উচ্চারণ করেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে এবি পার্টির কেন্দ্রীয় অফিস চত্বরে এসে শেষ হয়। ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/জেবি/ইএ
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

নৌকার মাঝি হলেও নির্বাচন থেকে সরে আসতে হচ্ছে যাদের

এবারের জাতীয় নির্বাচন সহজ নয়: নাছিম

মৃত বিএনপি নেতাকে আড়াই বছরের সাজা

বিএনপির সন্ত্রাসের বিরুদ্ধে চুপ থাকা বুদ্ধিজীবীরা সুবিধাবাদী: তথ্যমন্ত্রী

নাশকতা মামলা: টুকু-জুয়েলের দুই বছরের কারাদণ্ড

নির্বাচনের নাটক মঞ্চস্থ করতে আ.লীগ দেশকে বিপর্যয়ের পথে ঠেলে দিয়েছে: গণতন্ত্র মঞ্চ

অবরোধের সমর্থনে ধানমন্ডিতে ছাত্রদলের মিছিল

শ্রমজীবী মানুষদের প্রতি নির্দয় আচরণ করছে সরকার: এবি পার্টি

স্বৈরশাসককে বিদায় করতে তীব্র আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই: এলডিপি
