খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় লৌহজংয়ে দোয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যেগে শুক্রবার বিকালে উপজেলার কুড়িগাঁওয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহ্ জাহান খানের সভাপতিত্বে ও লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদের পরিচালনায় এতে দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টংগিবাড়ী)' আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্য এ্যাডভোকেট সালাম বলেন, এই নিশিরাতের বিনা ভোটের অবৈধ সরকার তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি সাজানো মিথ্যা মামলা দিয়ে টানা দুই বছর বিনা চিকিৎসায় ঢাকার পরিত্যক্ত কারাগারে বন্দী করে রেখেছিলো।তিলে তিলে তাকে মৃত্যু মুখে ঢেলে দিয়েছে।বর্তমানে তার জীবন সংকটাপন্ন, মেডিকেল বোর্ড একাধিকবার তাকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুরোধ করলেও সরকার শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তাকে বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দিচ্ছেনা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই শারিরীক অসুস্থতা নিয়ে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সারা দেশের জনগনও আজ উদ্বিগ্ন। বেগম খালেদা জিয়া শারিরীক যে কোন দুর্ঘটনার হলে তার সর্ম্পূন দায়ভার সরকারকেই নিতে হবে। আমরা মহান আল্লাহ দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনা করছি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবীবুর রহমান অপু চাকলাদার। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন গাঁওদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলহাজ্ব বাদল হোসেন হাওলাদার, কনকসার ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহ্ কামাল ঢালী, মেদেনীমন্ডল ইউনিয়ন বিএনপির আহবায়ক গোলাম গাউস সিদ্দিকী। আরো উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাজী মোঃ মুক্তার হোসেন খান, মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আতাউর রহমান খান, লৌহজং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর ফারুক রাসেল, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ তানভীর আহমেদ অভি , যুগ্ম আহবায়ক কাজী আহসান বায়োজিদ, লৌহজং উপজেলা ছাত্রদলের আহবায়ক মুরাদ হাসান, সদস্য সচিব রানা হোসেন রনি, লৌহজং উপজেলা শ্রমিক দলের সভাপতি আওলাদ খান, সাধারণ সম্পাদক বাচ্চু হাওলাদার প্রমুখ।
(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/জেবি/কেএম)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

ডা. মুরাদ হাসানের মনোনয়ন বৈধ ঘোষণা

নগরকান্দায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নারীর

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশের নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্য

গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনাসহ ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, বাতিল ৩

পাবনায় প্রার্থীদের হুমকি দেওয়া ছাত্রলীগ নেতাকে শোকজ

শামীম ওসমানের আসনে ৯ জনের মনোনয়ন বৈধ, বাতিল দুই

চারণকবি বিজয় সরকারের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ

গাজীপুরে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

নাটোরে দাঁড়িয়ে থাকা তিন বাসে আগুন
