সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

রাজবাড়ীতে বিষধর সাপের কামড়ে নার্গিস বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় জেলা শহরের পৌরসভার ৮নং ওয়ার্ডের ভবানিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নার্গিস ভবানিপুর গ্রামের রিকশাচালক নয়ন শেখের স্ত্রী ও একই এলাকার হারুন শেখের মেয়ে।
নিহত নার্গিসের স্বামী নয়ন শেখ জানান, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নার্গিসকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাওন শারমীন জানান, নার্গিসকে তার স্বামী নয়ন শেখ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় নিয়ে আসে। হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়েছে।
(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/ইএইচ)

মন্তব্য করুন