লালবাগে মদিনা মিষ্টান্ন ভান্ডারে আগুন

রাজধানীর লালবাগে অবস্থিত মদিনা মিষ্টান্ন ভান্ডারে আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনটি মদিনা মিষ্টান্ন ভান্ডারের পাশে ৩/১ আতশখানা লেনে ডজ ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি মেটালাইজিং নামক একটি ভবনে ছড়িয়ে পড়ে। ভবনটিতে কারখানা, গোডাউন ছাড়াও আবাসিক বাসা রয়েছে।
সোমবার দুপুরে ফায়ার সার্ভিস থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১টা ৩৫ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ১টা ৪৫ মিনিটে প্রথম দুটি ইউনিট পৌঁছায়। পরে আরও ৩টি ইউনিট এবং তারপরে ৩টি ইউনিটসহ মোট ৮টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/কেআর/এফএ)

মন্তব্য করুন