স্বামীর ধর্মকে শ্রদ্ধা জানিয়ে মেয়ের যে নাম রাখলেন স্বরা ভাস্কর

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৬
অ- অ+

দুদিন আগেই কন্যাসন্তানের মা হয়েছেন বলিউডের বর্তমান সময়ে জনপ্রিয় অভিনেত্রী স্বরা ভাস্কর। নায়িকার স্বামীর নাম ফাহাদ আহমেদ। স্বরা হিন্দু ধর্মের হলেও স্বামী মুসলিম। তাই স্বামীর ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বরা তার মেয়ের নাম রাখলেন রাবিয়া।

সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মেয়ের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে তার নাম জানিয়েছেন এই অভিনেত্রী। স্বরা জানিয়েছেন, একেবারে নতুন এক জগতের মুখোমুখি তারা।

গত জুন মাসেই এই নায়িকা জানিয়েছিলেন, তিনি মা হতে চলেছেন। অবশেষে ২৩ সেপ্টেম্বর মা-বাবা হলেন স্বরা ও ফাহাদ। আপাতত মেয়ের দেখভাল নিয়ে ব্যস্ত বলিউডের এই তারকা দম্পতি।

এর আগে গত ফেব্রুয়ারিতে বিয়ে করেন স্বরা ভাস্কর ও সমাজবাদী পার্টি দলের নেতা ফাহাদ আহমেদ। বিয়ের চার মাসের মাথাতেই সুখবর দেন তারা। জানান, অক্টোবরের শুরুতেই তাদের পরিবারে আসছে নতুন সদস্য। চলে এলো তার কয়েকদিন আগেই।

সোমবার রাতে স্বরা ও ফাহাদ যৌথ বিবৃতিতে লেখেন, ‘প্রার্থনা শুনেছে, আশীর্বাদ বর্ষিত হয়েছে, একটা গান গুনগুন করছে কেউ, এক রহস্যময় সত্যি। আমাদের একরত্তি কন্যাসন্তান রাবিয়া জন্মগ্রহণ করেছে ২৩ সেপ্টেম্বর ২০২৩। আপনাদের ভালোবাসার জন্য আমরা আনন্দচিত্তে ও কৃতজ্ঞতাসহ সবাইকে ধন্যবাদ জানাই। এটা পুরো একটা নতুন দুনিয়া।’

২০২০ সালে সিএএ বিরোধী এক প্রতিবাদ সভায় গিয়েই সমাজবাদী পার্টির মহারাষ্ট্রের যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে স্বরার পরিচয় হয়। সেখান থেকেই শুরু কথোপকথন। সেই কথোপকথনই প্রেমে পরিণত হয়। এরপরই বিয়ের সিদ্ধান্ত নেন অভিনেত্রী।

চলতি বছরের ফেব্রুয়ারিতে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আওতায় কোর্ট ম্যারেজ করেন স্বরা ও ফাহাদ। তাদের বিয়ের খবর আচমকাই প্রকাশ্যে আসে।

তারপর মার্চ মাসে সামাজিক মতে বিয়ে করেন তারা। চার দিনব্যাপী চলে বিয়ের অনুষ্ঠান। সেখানে যেমন থাকে মেহেন্দি অনুষ্ঠান, সেরকমই ছিল কাওয়ালি নাইট। হিন্দু ও মুসলিম- দুই মতেই বিয়ে করেন স্বরা ও ফাহাদ।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয়ে রয়েল বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসব
স্বামীসহ দীপু মনির বিরুদ্ধে দুদকের ২ মামলা
আইইউবিএটি’র ৮ম সমাবর্তন অনুষ্ঠিত 
‘অপারেশন ডেভিল হান্টে’ ধরা পড়বে ছোট-বড় সব অপরাধী: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা