যশোরের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

যশোরে মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শাহাজানকে আটক করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। গত সোমবার যশোরের শার্শা উপজেলার রেললাইন এলাকা থেকে তাকে আটক করা হয়
যশোর র্যাব-৬ ক্যাম্পের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
রায় ঘোষণার পরপরই যশোর র্যাব ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে যশোরের শার্শা উপজেলার শার্শার রেললাইন এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহজাহানকে আটক করে। আটক শাহজাহানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
(ঢাকাটাইমস/২৬ সেপ্টেম্বর/ইএইচ)

মন্তব্য করুন