জাতিসংঘের সহকারী মহাসচিবের উখিয়া রোহিঙ্গা শিবির পরিদর্শন

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২৩:১৩
অ- অ+

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল উনাইসি লুতু ভুনিওয়াকা। এ সময় রোহিঙ্গাদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তিনি। সহকারী সহকারি সেক্রেটারি জেনারেল রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের কার্যক্রম এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের কর্মকাণ্ডের ভুয়সী প্রশংসা করেন।

মঙ্গলবার তিনি উখিয়ার একাধিক রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

১৪- এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তিনি রোহিঙ্গাদের পাশাপাশি রোহিঙ্গা শিবিরের পরিস্থিতি দেখভালের সঙ্গে যুক্ত জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর কর্মকর্তা, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এবং মানবিক সহায়তায় যুক্ত অন্যান্য সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

একইসঙ্গে এপিবিএনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং শরণার্থী শিবিরের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি কেমন, সেটা সরেজমিনে জানার চেষ্টা করেন। এরআগে জাতিসংঘের সহকারী মহাসচিব সোমবার সকালে কক্সবাজারে আসেন।

(ঢাকাটাইমস/২৬ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইভীকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে ত্বকীর বাবার ফেসবুক পোস্ট
আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে হামলা, আহত ৫
বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের বৈঠক
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে: মঈন খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা