রাজধানীতে দুই ঘণ্টার যাত্রাপথে ৪৬ মিনিট কাটে যানজটে: সিপিডির গবেষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৮
অ- অ+

রাজধানীতে মানুষের দুই ঘণ্টার যাত্রাপথে ৪৬ মিনিট সময়ই কাটে যানজটে। এতে করে বছরে গড়ে ২৭৬ ঘণ্টা নষ্ট হচ্ছে। এ কারণে নষ্ট হচ্ছে মানুষের কর্মঘণ্টা ও শ্রমের মান।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) পর্যবেক্ষণে উঠে এসেছে এ তথ্য। বুধবার সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে পরিবেশ দূষণ নিয়ে সেমিনার আয়োজন করে সংস্থাটি। সেখানে তাদের গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির রিসার্চ ফেলো সৈয়দ ইউসুফ সাদাত। এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী হাবিবুন নাহার।

সিপিডির জরিপ অনুযায়ী, বায়ুদূষণ জনিত অসুস্থতার কারণে বছরে গড়ে চার হাজার টাকা খরচ হয় ঢাকার বাসিন্দাদের।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গত দুই-তিন বছরে রাজধানীতে বায়ু দূষণের পরিমাণ বেড়েছে। ভয়াবহ আকার ধারণ করেছে প্লাস্টিক দূষণও। ৪৩ শতাংশ পরিবার মনে করে সরাসরি রাস্তায় আবর্জনা ফেলার কারণেই পরিবেশ অসুস্থ হয়ে পড়ছে। তার উপর যোগ হয়েছে গাড়ি, কারখানার ধোঁয়া ও নির্মাণ কাজের ধুলাবালি।

গবেষকরা বলছেন, দূষণ কমাতে নতুন কোনো কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অনুমতি দেওয়া যাবে না। বন্ধ করতে হবে পলিথিনের ব্যবহার। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। পাশাপাশি, আলাদা রিসাইকেল সেন্টার নির্মাণের পরামর্শ দিয়েছে সিপিডি।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এলএম/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় এবার কক্সবাজার এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ২ ঘণ্টা পর উদ্ধার
সিলেট সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল ভারত
হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৩৭ হাজার ১১৫ বাংলাদেশি
উচ্চ রক্তচাপ প্রতিরোধে করে প্রাকৃতিক দাওয়াই বাঙ্গি ফল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা