শিশুকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে প্রতিবেশী চাচা

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩০
অ- অ+
গ্রেপ্তার মো. নুর ইসলাম মাতুব্বর।

ফরিদপুরের সালথায় মাত্র ছয় বছর বয়সি ভাতিজিকে শ্লীলতাহানির অভিযোগে প্রতিবেশী চাচা মো. নুর ইসলাম মাতুব্বরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে শ্লীলতাহানির অভিযোগে নুর ইসলামকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন নির্যাতিত শিশুটির বাবা। মামলার পর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। উপজেলার আটঘর ইউনিয়নে একটি গ্রামে এ ঘটনা ঘটে।

নির্যাতিত শিশুর মা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার আগে আমার শিশু মেয়েটি প্রতিবেশীর বাড়িতে দুধ আনতে যায়। সেখান থেকে ফেরার পথে অভিযুক্ত নুর ইসলাম আমার মেয়েকে ধরে একটি পাটখড়ির পালার পাশে নিয়ে তার শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে নির্যাতন করতে থাকে।

তিনি আরও বলেন, একপর্যায় আমার মেয়ে নির্যাতন সহ্য করতে না পেরে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে আমার নির্যাতিত মেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযুক্ত নুর ইসলাম ও নির্যাতিত শিশুটি সম্পর্কে চাচা-ভাতিজি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রথমে নির্যাতিত মেয়েটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে শিশুটিকে শ্লীলতাহানি করার সত্যতা পাওয়া যায়। এই ঘটনায় নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে মামলা করার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত নুর ইসলাম গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মৃত্যুদণ্ড মাথায় নিয়ে দেশে ফিরলেন হানিফ পরিবহনের কর্ণধার!
বোয়ালমারীতে ফসলি জমির মাটি কাটার দায়ে জরিমানা
শেখ হাসিনার সহকারী প্রেস সচিব বিটু ও সাবেক এমপি শামীমা আক্তার গ্রেপ্তার
যুগোপযোগী ইন্টারেক্টিভ ওয়েবসাইট উদ্বোধন করলো হাইওয়ে পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা