‘বিএনপিকে ক্ষমতায় বসাতে দেবে না আ.লীগ’

নিজস্ব প্রতিবেদেক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৭
অ- অ+

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশিরা আপনাদের (বিএনপি) ক্ষমতায় বসিয়ে দেবে তা দেশের জনগণ হতে দেবে না। আওয়ামী লীগ তা হতে দেবে না। তিনি বলেন, বিদেশিরা কোলে করে আপনাদের (বিএনপিকে) ক্ষমতায় বসিয়ে দেবে, তার ভাবার কারণ নেই।

শুক্রবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে কেন্ত্রীয় কৃষকলীগ।

প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতারা ক্ষমতার লোভে প্রতিনিয়ত বিদেশিদের কাছে দেশের নালিশ করে। বিএনপি হলো নালিশ পার্টি। তাদের কাজই বিদেশিদের কাছ থেকে সাহায্য চাওয়া। বিএনপি-জামায়াত হলো ছাগলের তিন নম্বর বাচ্চা। কারণ ফখরুল সাহেব লাফায়, আমীর খসরু লাফায়, সঙ্গে শ্যামা ওবায়েদ, নিপুণ রায়ও লাফায়। আপনারা লাফাতেই থাকেন। নির্বাচন যথাসময়ে হবে। সেই নির্বাচনে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। কারো জন্য নির্বাচন হবে থাকবে না যথাসময় নির্বাচন হবে।

তিনি বলেন, এদেশ স্বাধীন দেশ,ক্ষমতার মালিক দেশের মানুষ বিদেশিরা নয়। বিদেশি কোলে করে আপনাদের (বিএনপিকে) ক্ষমতায় বসিয়ে দেবে না তার ভাবার কারণ নেই। বিদেশিদের কাছে গিয়ে লাভ নেই। দেশের জনগনের কাছে না গিয়ে তাদের কাছে গেলে কোনো লাভ হবে না। বিদেশিরা আপনাদের ক্ষমতায় বসিয়ে দেবে তা জনগণ তা হতে দেবে না। আওয়ামী লীগ তা হতে দেবে না।

তিনি বলেন, দেশের সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। নির্বাচনে আপনারা এলেও ভালো না এলেও ভালো। আপনারা ভেবেছেন ২০১৪ সালে নির্বাচন বর্জন করেছেন, আওয়ামী লীগ টিকতে পারবে না। কিন্ত আমরা পাঁচ বছর থেকেছি। ২০১৮ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছি। এই নির্বাচনেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশের বঙ্গবন্ধুর পরিবার থেকে অনেক কিছু শেখার আছে। শেখ হাসিনা কখনো ক্ষমতার জন্য রাজনীতি করেন না,দেশের মানুষের জন্য রাজনীতি করেন।

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম এম কামাল হোসেন বলেন, শেখ হাসিনার চলার পথ কণ্টকাকীর্ণ। তাকে ২১ বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আগামী মেয়াদে ক্ষমতায় থাকলে ট্রিলিয়ন ডলারের দেশে পরিণত হবে। শান্তিচুক্তি, সীমান্তচুক্তি হয়েছে শেখ হাসিনার অবদানে।

কৃষকলীগের সভাপতি সমীর চন্দ্রের সভাপতিত্বে ও কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলিসহ প্রমুখ।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/জেএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল: স্বরাষ্ট্র উপদেষ্টা
পাক সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, উত্তেজনা কমানোর উপায় খুঁজতে দুপক্ষকে আহ্বান
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা