ন্যাম ভবনে দুই সংসদ সদস্যের জানাজা

লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য, সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা একেএম শাহজাহান কামাল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য, সাবেক ভূমি প্রতিমন্ত্রী আবদুস সাত্তার ভূঁইয়ার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ন্যাম ভবন প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়।
শুক্রবার রাতে ১৭ মিনিটের মধ্যে মারা যান উকিল আবদুস সাত্তার ভূঁইয়া এবং একেএম শাহজাহান কামাল।
আবদুস সাত্তার ভূঁইয়া দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। এক সপ্তাহ আগে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই চিকিৎসা চলছিল। শুক্রবার দিবাগত রাত ৩টা ২ মিনিটে তিনি মারা যান।
বার্ধক্যজনিত রোগে মারা যাওয়া শাহজাহান কামাল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি মারা যান।
(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এফএ)

মন্তব্য করুন