তারেকের নির্দেশে মির্জা ফখরুল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন: নাছিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০৮| আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১০
অ- অ+

তারেক রহমানের নির্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বলেন, কোনো ষড়যন্ত্র সফল হবে না, দেশের মানুষ তাদেরকে প্রতিহত করবে।

শনিবার বিকালে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত কৃষকদের মহাসমাবেশে তিনি এ কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করছে বিএনপি। এরা হলো সন্ত্রাসী ও দুর্নীতিবাজ। এদের নেতা তারেক রহমান হাওয়া ভবনে বসে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছিল। বর্তমানে তারেক রহমানের হুকুমে মির্জা ফখরুল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

নাছিম বলেন, মির্জা ফখরুল ইসলাম যখন প্রতিমন্ত্রী ছিলেন তখন কৃষকরা ন্যায্য মূল্যে স্যারের দাবি জানিয়েছিল। সেসময় তারা নির্বিচারে কৃষকদের পাখির মতো গুলি করে হত্যা করেছে। মির্জা ফখরুল, মির্জা আব্বাস ও আমির খসরু আপনারা আপনাদের কর্মকাণ্ডের জন্য দেশ মানুষের কাছে ক্ষমা চান।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ এখন বিশ্ব দরবারে উন্নয়নের রোলমডেল। আমাদের এ উন্নয়ন ও অগ্রগতিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। আগামী নির্বাচন যথাসময়ে এ সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে।কেউ আমাদের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবেনা।আমরা আর কাউকে দেশের কোন ক্ষতি করতে দিব না।

বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এসময় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেনসহ প্রমূখ

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/জেএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল: স্বরাষ্ট্র উপদেষ্টা
পাক সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, উত্তেজনা কমানোর উপায় খুঁজতে দুপক্ষকে আহ্বান
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা