বাহুবলে এক টুকরো জমি নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ২৫

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
| আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১৩:৫২ | প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৩, ০৮:২৫
হাসপতালে নিয়ে আসা হয়েছে

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ভূমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ২ যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার রাত ৯টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষে আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন।

গুরুতর আহত একজনকে সিলেটে পাঠানো হয়েছে। নিহতরা হলেন- ওই গ্রামের হাসান আলীর ছেলে উস্তার মিয়া (৩৭) ও চেরাগ আলীর ছেলে ইউসুফ আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামারগাঁও এলাকায় চেরাগ আলী ফিলিং স্টেশনের পাশের এক টুকরো জমি নিয়ে নিহত দুইজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগেও একাধিকবার মারামারির ঘটনা ঘটেছে। শনিবার রাত ৯টার দিকে আবারো দুইপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উস্তার মিয়া ও ই্উসুফ আলী নামে দুই যুবক নিহত হন। এছাড়ও উভয়পক্ষের ২৫ জন আহত হন। গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব জানান, বাহুবলে সংঘর্ষে আহত লোকজন ও তাদের পক্ষের লোকজনের মধ্যে হবিগঞ্জ সদর হাসপাতালে এসেও মারামারিতে জড়ানোর খবর পেয়ে সদর থানার পুলিশ হাসপাতালে যায়। সেখানে বাহুবলে সংঘর্ষে নিহত দুইজনের মরদেহ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে রয়েছে বলে জানা গেছে।

নবীগঞ্জ-বাহুবল সার্কেলের এএসপি আবুল খয়ের শনিবার রাত ১১টা ২০ মিনিটে জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। সেখানে শুধু নারী ও শিশুরা রয়েছেন। সংঘর্ষ সম্পর্কে তার পক্ষে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান জানান, বাহুবলে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এনিয়ে তাদের মধ্যে একাধিক মামলা মোকদ্দমাও রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

(ঢাকাটাইমস/০১অক্টোবর/প্রতিনিধি/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :