পুবাইলে প্রবীণ দিবস উপলক্ষে র্যালি

‘সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর মহানগরের পূবাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে রবিবার সকালে পুবাইল থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডের কুদাব এলাকায় এই র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন প্রবীণ কেন্দ্রীয় সংগঠনের সাধারণ সম্পাদক মো. ওসমান গণি।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পূবাইল শাখার ব্যবস্থাপক মো. সাজ্জাদ আলি।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকী জুলি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জামির পাঠান।
এসময় উপস্থিত ছিলেন- পূবাইল থানা আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী মামুনুর রশিদ ভূইয়া, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর এরিয়া ম্যানেজার অসীম কুমার হালদার, পূবাইল থানার সাব ইন্সপেক্টর মিলটন, ওবায়দুর রহমান কাজী, মো. আব্দুস সাত্তার প্রমুখ।
(ঢাকা টাইমস/০১অক্টোবর/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন