ফের ঢাকা-১৭ চাইবেন অভিনেতা সিদ্দিক! ছাড়বেন না টাঙ্গাইলের আসনও

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৩, ১১:৪৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন খুবেই নিকটে। সেই লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ, চেষ্টা তদবীর শুরু হয়েছে বহু আগে থেকেই। চলছে ব্যাপক প্রচারণা, শোডাউন। এই তালিকারই পুরনো সদস্য ছোটপর্দার রম্য অভিনেতা সিদ্দিকুর রহমান। এবারের নির্বাচনেও তিনি অভিজাত আসন ঢাকা-১৭ থেকে মনোনয়ন চাইবেন।

রবিবার সন্ধ্যায় (১ অক্টোবর) রাজধানীর শাহজাদপুরে নিজের বাসায় নির্বাচনি পোস্টার, ব্যানার এবং ফেস্টুন প্রকাশ অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন সিদ্দিক। সেখানে তিনি বলেন, ‘ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু দলের যোগ্যতার মাপকাঠিতে আমি থাকিনি বলে প্রধানমন্ত্রী আমাকে নমিনেশন দেননি।’

সিদ্দিক বলেন, ‘সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে আমি সিদ্দিকুর রহমান ঢাকা-১৭ (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট-ভাষানটেক) এলাকা নিয়ে যে আসনটি, আমি নিজেকে সেখানকার মনোনয়ন প্রত্যাশী বলে ঘোষণা করছি। আমার নির্বাচনি প্রচারের অংশ হিসেবে আজ আমি পোস্টার, ব্যানার এবং ফেস্টুন প্রকাশ করছি।’

প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে এবং নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা উল্লেখ করে সিদ্দিক বলেন, ‘আমি একটা কথাই বলতে চাই, দেশ এগিয়ে চলছে, এটি চিরন্তন সত্য। গত ১৫ বছরে দেশকে অন্যরকম একটি জায়গায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী। তার নেতৃত্বেই সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে আমি ঢাকা-১৭ আসনের মনোনয়ন প্রত্যাশী।’

সিদ্দিকুর রহমানের বাড়ি টাঙ্গাইল। তাহলে ঢাকা-১৭ থেকে তিনি কেন মনোনয়ন চান? অভিনেতা বলেন, ‘২০১৮ সালে আমি টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসন থেকে মনোনয়ন চেয়েছিলাম, পাইনি। তবে এখন গুলশান-বনানী ঘিরেই আমার সবকিছু। তাই আমি মনে করি, ঢাকা-১৭ আসন থেকেই দল আমাকে মনোনীত করবে।’

তবে টাঙ্গাইল-১ আসনটিও কিন্তু ছাড়ছেন না সিদ্দিক। ঢাকা-১৭ থেকে মনোনয়ন না পেলে তিনি অপশন হিসেবে রেখেছেন টাঙ্গাইল-১। সিদ্দিক বলেন, ‘যদি আমি যোগ্যতার মাপকাঠিতে থাকি, তবে অবশ্যই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেখা হবে। আর যদি টাঙ্গাইল-১ আসনের জন্য প্রধানমন্ত্রী আমাকে যোগ্য মনে করেন, তাহলে সেখান থেকেও মনোনয়ন দিতে পারেন।’

এরপর ঢাকা-১৭ এবং টাঙ্গাইল-১ আসনের জন্য বানানো নিজের পৃথক দুটি নির্বাচনি পোস্টার উন্মোচন করেন এই রম্য অভিনেতা।

হঠাৎ রাজনীতিতে নাম লেখানো সিদ্দিকুর রহমান ২০১৮ সালের নির্বাচনে টাঙ্গাইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, মনোনয়নও কিনেছিলেন। তবে সেবার টাঙ্গাইল-১ থেকে মনোনয়ন পান বর্তমান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এরপর গত ১৭ জুলাই অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও মনোনয়ন চেয়েছিলেন সিদ্দিক।

কিন্তু এবারও মনোনয়ন পাননি, উল্টো এই আসনের সাবেক সংসদ সদস্য অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর দিনে গণমাধ্যমে ঢাকা-১৭ থেকে মনোনয়ন চাওয়ার ঘোষণা দিয়ে পড়েন বিতর্কের মুখে। প্রশ্ন ওঠে তার বিবেক আর রুচিবোধ নিয়ে। সেই সিদ্দিক আবার রাজনীতির মাঠে। এবার কী হয়, সেটাই দেখার।

(ঢাকাটাইমস/০২অক্টোবর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :