ছিটকিনি লাগিয়ে ঘরে আটকে পড়ে শিশু, ৯৯৯-এ ফোন করে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১৭:০২ | প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৩, ১৬:৫৩

পটুয়াখালীর সদর থানার শান্তিবাগ এলাকায় দরজার ছিটকিনি লাগিয়ে ঘরের ভেতরে আটকে পড়েছিল তিন বছরের একটি শিশু। কোনোভাবেই তাকে বের করতে পারছিলেন না স্বজন ও প্রতিবেশীরা। পরে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করা হলে পটুয়াখালী ফায়ার সার্ভিসের একটি দল শিশুটিকে উদ্ধার করে।

মঙ্গলবার দুপুরের জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার ঢাকা টাইমসকে এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পটুয়াখালী সদরের শান্তিবাগ থেকে তুষার নামে একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বলেন তার বাসার গৃহকর্মীর শিশু সন্তান দরজার ছিটকিনি লাগিয়ে রুমের ভেতর আটকে পড়েছে। তারা অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারেননি। শিশুটি রুমের ভেতর থেকে ভয়ে কন্নাকাটি করছে। শিশুটিকে উদ্ধারে সহায়তার অনুরোধ জানানো হয়।

জাতীয় জরুরি সেবার পক্ষ থেকে বিষয়টি তাৎক্ষণিক পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনে জানিয়ে শিশুটিকে উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়। পরে পটুয়াখালী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ‘হাইড্রলিক স্প্রেডারের’ সাহায্যে দরজা খুলে শিশুটিকে উদ্ধার করে। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের নেতৃত্ব দেন ফিরোজ আহমেদ।

(ঢাকাটাইমস/০৩অক্টোবর/এএ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :