ঘুম থেকে চিরঘুমে রাবি শিক্ষার্থী ফরহাদ

ঘুমন্ত অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফরহাদ হোসেন নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাকে তার মৃত্যু ঘটেছে। সোমবার (২ অক্টোবর) দিবাগত রাতে তার মৃত্যু হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন সিএসই বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক সুব্রত প্রামাণিক জানিয়েছে, ফরহাদের গ্রামে বাড়ি কুমিল্লায়। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি মাদার বখশ হলের আবাসিক ছাত্র ছিলেন।
খোঁজ নিয়ে জানা যায়, রনি পিতামাতার একমাত্র সন্তান ছিলেন৷ তার পিতা পেশায় স্কুলশিক্ষক। গত আগস্ট মাসে স্নাতক শেষ হওয়ার পর থেকে ফরহাদ ঢাকায় মিরপুর-১ এ একটি মেসে থেকে চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন।
বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত প্রামাণিক বলেন, রনির মৃত্যুর বিষয়টি ওই শিক্ষার্থীর সহপাঠীরা ফোন করে জানিয়েছে। তার মৃত্যুর কারণ এখনো অস্পষ্ট। মৃত্যুর সঠিক কারণ জানতে পোস্টমর্টেম করার জন্য পাঠানো হয়েছে। বাকিটা রিপোর্ট থেকে বিস্তারিত জানা যাবে।
রনির মৃত্যুর বিষয়ে সহপাঠী মামুন বলেন, আগের রাতে ঘুমিয়ে ছিলেন। কিন্তু সকাল হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি৷ তার রুমমেট কয়েকবার ডাকলেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। দুপুরবেলা ডাক দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এভাবে সন্ধ্যা বেলায় মেসের কয়েকজনকে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয়৷ হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করে৷
তিনি আরো বলেন, কী কারণে মৃত্যু হয়েছে, সেটা এখনো সঠিকভাবে জানা যায়নি। পোস্ট মর্টেমের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাক করে ঘুমের মধ্যে মারা গিয়েছে। রনির মা-বাবা হাসপাতালে এসেছেন। রিপোর্ট পেলে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।
(ঢাকাটাইমস/০৩অক্টোবর/প্রতিনিধি/ডিএম)
সংবাদটি শেয়ার করুন
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত
শিক্ষা এর সর্বশেষ

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা শুক্রবার

ঢাবি ব্যান্ড সোসাইটির সভাপতি ইনজামাম ও সম্পাদক রুদ্র

ঢাবিতে এক যুগলের বসা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি

হাবিপ্রবিতে পিঠা উৎসব ও সংগীতানুষ্ঠান

২৭ পেরিয়ে ২৮ বছরে চবিসাস

এশিয়া কনক্লেভ অ্যাওয়ার্ড পেলো ইউনিভার্সিটি অব স্কলারস

‘বাংলাদেশের স্বাধীনতায় ভারতের স্বীকৃতি আন্তর্জাতিক সমর্থন ত্বরান্বিত করেছে’

প্রথাগত শিক্ষাব্যবস্থায় পরিবর্তন জরুরি: ড. সৌমিত্র শেখর

অবরোধের সমর্থনে জবি ছাত্রদলের বিক্ষোভ
