স্বর্ণালঙ্কার চুরির সন্দেহ, চালপড়া খাওয়াতে চাওয়ায় ভবন থেকে লাফিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা
রাজধানীর পল্লবী এলাকায় স্বর্ণালঙ্কার চুরির সন্দেহে চালপড়া খাওয়াতে চাওয়ায় অভিমানে ছয়তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন এক কলেজ শিক্ষার্থী। নিহতের নাম তায়েবাতুন জুঁই।
মঙ্গলবার পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জুঁই স্বর্ণালঙ্কার নিয়ে তার ছেলে বন্ধুকে দিয়েছে। তাই তার বাবা তাকে চাল পড়া খাওয়াতে চেয়েছিলেন। ওই অভিমানে জুঁই আত্মহত্যা করেছে।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে পল্লবীর ২০ নম্বর রোডের ডি ব্লকের ৬ নম্বর সেকশনের একটি বাসার ছাদ থেকে লাফ দেন জুঁই। মৃত জুঁই তার বয়ফ্রেন্ডকে লুকিয়ে স্বর্ণ দিয়েছিলেন। বিষয়টি তার বাবা জানতে পেরে মেয়েকে চাল পড়া খাওয়াতে চান, বকাবকি করেন ও চড়-থাপ্পড় দেন। এতে রাগে-অভিমানে ওই শিক্ষার্থী আত্মঘাতী হন।
মাহফুজুর রহমান বলেন, ছাদ থেকে লাফানোর খবর পেয়ে তায়েবাতুন জুঁইকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
ঢাকাটাইমস/০৩অক্টোবর/এএ/ইএস