শেরপুরে দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৩, ২২:১৭

হিন্দু সম্প্রদায়ের সর্বজনীন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে শেরপুর জেলা প্রশাসনের সঙ্গে জেলা পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদের এক প্রস্তÍতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুলাহ আল খায়রুম। অন্যানের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মোনালিসা বেগম, পূজা উদযাপনের সভাপতি সুব্রত দে ভানু, বিনয় কুমার সাহা, দেবাশীষ ভট্টাচার্য, সঞ্জিব চন্দ বিল্টু প্রমুখ।

জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ সাম্পদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ সমানভাবে উন্নয়নের সুফল উপভোগ করছে। ধর্ম যার যার, উৎসব সবার- এই মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সব ধর্মীয় উৎসব এক সঙ্গে পালন করি। পুলিশ সুপার বলেন, যে কোন ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়ানোর লক্ষে জেলা পুলিশ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

(ঢাকাটাইমস/০৩ অক্টোবর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :