প্যারিসে ২৪ দলের অংশগ্রহণে ফ্রান্স-বাংলা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৩, ২৩:১১
অ- অ+

ফ্রান্সে প্রথমবারের মতো বাংলাদেশি প্রতিষ্ঠান শাহ গ্রুপ ও মির্জা গ্রুপের উদ্যোগে ফ্রান্স-বাংলা প্রিমিয়ার ক্রিকেট লিগ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স-বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর উপলক্ষে ফ্রান্স ক্রিকেট বোর্ডের অনুমোদনে বৃহৎ এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

প্যারিসের অদূরে দ্রু ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। ফ্রান্স ক্রিকেট বোর্ডের সভাপতি প্রভু বালানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন- দ্রু সিটি মেয়র পিয়ার ফেডেরিক বিলেত।

ফ্রান্স ক্রিকেট বোর্ড ও টুর্নামেন্টে অংশ নেওয়া সকল ক্রিকেট ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন টুর্নামেন্ট আয়োজক শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন।

এ সময় উপস্থিত ছিলেন- মির্জা গ্রুপের চেয়ারম্যান মির্জা মাজহারুল ইসলাম, আইছা পরিচালক ওবায়দ উল্লাহ কয়েস, বিডি ফার্নিচারের চেয়ারম্যান মিয়া মাসুদ, বাংলা অটো ইকুল পরিচালক হোসেন সালাম রহমান, ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট জুবায়ের আহমদ, মশিউর রহমান কাজলসহ ফ্রান্স ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা।

ফ্রান্স, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তানের খেলোয়াড়দের অংশগ্রহণে মোট ২৪টি দল খেলায় অংশ নেয়।

(ঢাকাটাইমস/০৩ অক্টোবর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সড়ক দুর্ঘটনায় সখীপুরের জামায়াত নেতার মৃত্যু
গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
মানসিক স্বাস্থ্য ভালো রাখার ১০ উপায়
কারাগারে সেলিনা হায়াৎ আইভী, যে মামলায় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা