মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে বিএনপির বৈঠক সোমবার
ঢাকা সফররত মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে।
সোমবার সকাল ১০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে ঢাকা টাইমসকে জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি যাচাই করতে ঢাকা সফর করছেন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের ৭ সদস্য। শনিবার সন্ধ্যায় তারা ঢাকায় পৌঁছান।
বিএনপির সঙ্গে বৈঠকের পর সোমবার ১১টায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন নিয়ে বৈঠক করবে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের ৭ সদস্য।
১৩ অক্টোবর পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবেন। এসময়ের মধ্যে নির্বাচনের পরিবেশসহ নানা বিষয় নিয়ে বৈঠক ও আলোচনা করবে মার্কিন প্রতিনিধিদলটি।
ঢাকায় অবস্থানকালে প্রতিনিধিদল বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের সংগঠনসহ বিভিন্ন নির্বাচনি অংশীজনদের সঙ্গে দেখা করবে।
(ঢাকাটাইমস/০৮অক্টোবর/জেবি/ডিএম)