ভিন্ন আয়োজনে নবীনদের বরণ করলেন দেবেন্দ্র কলেজের শিক্ষক জাফর ইকবাল

সরকারি দেবেন্দ্র কলেজে ২০২৩-২০২৪ সেশনের এইচএসসি শিক্ষার্থীদের পুষ্পিত শুভেচ্ছা ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানে স্বাগত জানিয়েছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. রেজাউল করিম।
এ সময় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাফর ইকবালের আয়োজনে ক্লাসে কেক কটা, স্বাগত ব্যানার ও ফুলের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নবীনদের বরণ করেন তিনি।
রবিবার সকাল থেকেই এই নবীন শিক্ষার্থীদের আগমনে মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।
ক্যাম্পাসে নবীনবরণ অনুষ্ঠানের জমকালো আয়োজন না থাকলেও ক্লাসে শিক্ষার্থীদের মধ্যে ছিল আনন্দ-উল্লাস ভাব। আর এই হাসি, আনন্দ-উল্লাহ নতুন মুখগুলোকে শিক্ষার্থী-শিক্ষকের সম্পর্ক জাগ্রত করতেই শিক্ষক জাফর ইকবালের এই প্রয়াস।
অধ্যক্ষের শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. শরিফুল ইসলাম খান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক গিরীন্দ্র কুমার রায়, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান, অর্থনীতি বিভাগের প্রভাষক আহাম্মদ উল্লাহ প্রমুখ।
(ঢাকাটাইমস/০৮ অক্টোবর/ইএইচ)

মন্তব্য করুন