চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৩, ২০:৪৬
অ- অ+

মাদারীপুরের কালকিনিতে চোর সন্দেহে মো. আজিজুল শিকদার (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার উপজেলার সিডিখান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজিজুল শিকদার পৌরসভা এলাকার পাঙ্গাশিয়া গ্রামের রহিম শিকদারের ছেলে। এদিকে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আজিজুল একটি ব্যাটারী চালিত ভ্যান নিয়ে পৌর এলাকার মাছ বাজার থেকে সিডিখান এলাকার উদ্দেশ্যে রওনা দেন। তিনি সিডিখানের নোয়াবআলী সড়কের কাছে পৌঁছালে স্থানীয়রা তাকে চোর সন্দেহে পিটিয়ে রাস্তার পাশে ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আজিজুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে তিনি মারা যান।

এ ব্যাপরে কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, খবর পেয়ে আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। তবে নিহতের পরিবার মামলা দিলে তা নেয়া হবে।

(ঢাকাটাইসম/১১ অক্টোবর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা