মাদারীপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

মাদারীপুরের কালকিনিতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার সাহেবরামপুরে এ খুনের ঘটনা ঘটে। তবে মাদক সেবনে বাধা দেওয়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে নিহতের পরিবারের দাবি। নিহতের নাম মো. শফিকুল ইসলাম সাইলু (৩৫)। তিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের পশ্চিম সাহেবরামপুর গ্রামের সাইদুল আকনের ছেলে।
পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের পশ্চিম সাহেবরামপুর গ্রামের সাইদুল আকনের ছোট ছেলে সাইম আকন দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন। তার মাদক সেবনে বাধা দেন সাইলু। এতে ক্ষিপ্ত হয়ে উপজেলার রমজানপুর ইউনিয়নের হামেদখার হাটের কাছে বসে ছোট ভাই সাইম কাঁচি দিয়ে বড় ভাই সাইলুকে কুঁপিয়ে হত্যা করে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ লাশ উদ্ধার করেন।
সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহিম মুরাদ সরদার বলেন, ‘মাদক সেবনে বাধা দেয়ায় বড় ভাইকে হত্যা করেছে ছোট ভাই। বিষয়টি অত্যন্ত মানবিক। একদিকে মাদক অন্যদিকে আইন হাতে নেয়া। দুটোই অপরাধ। এখন আইনের গতিতে যা হয়।’
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, ‘ঘটনার পরে নিহতের লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিকাল ৬টা পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। তবে লিখিত দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(ঢাকা টাইমস/১২অক্টোবর/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন