স্কুলছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ, ৩ জনের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৩, ১৩:৪৭| আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১৪:০৭
অ- অ+

রাজবাড়ী থেকে অষ্টম শ্রেণির ছাত্রীকে (১৪) তুলে নিয়ে কুষ্টিয়ার একটি আবাসিক হোটেলে নিয়ে রাতভর ধর্ষণের অভিযোগ অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার স্কুলছাত্রীর মা আদালতের নির্দেশে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলায় রাজবাড়ী সদর উপজেলার দত্তপাড়ার মো. ইসহাক শেখের ছেলে মো. তুহিন শেখ (২৩), বড় চরবেনিনগর গ্রামের তফিজ সরদারের ছেলে রায়হান সরদার, সোনাকান্দর গ্রামের লতিফ ব্যাপারীর ছেলে রহিম ব্যাপারীকে আসামি করা হয়েছে।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই কামরুল হাসান বলেন, আদালতের নির্দেশে মামলাটি থানায় রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মামলার বাদী ওই ছাত্রীর মা বলেন, গত ১৮ সেপ্টেম্বর দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে তুহিন শেখ অপর দুইজনের সহযোগিতায় আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। পরে কুষ্টিয়ার একটি আবাসিক হোটেলে নিয়ে সারাভর ধর্ষণ করে। সেই সঙ্গে ভয়ভীতি ও বিয়ের প্রলোভন দেখায় তুহিন। এরপর তিনি (মেয়ের মা) রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। তিনি আরও বলেন, মামলা করায় ওই বখাটেরা অন্যদের দিয়ে হুমকি দিচ্ছে।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/প্রতিনিধি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমাদের সংগ্রাম আওয়ামী হিন্দুস্তানের বিরুদ্ধে: জাগপা
ধামাকা শপিংয়ের চেয়ারম্যান এম আলীকে গ্রেপ্তার দেখাল পুলিশ, আদালতে প্রেরণ
যশোরে বাসের ধাক্কায় ২ জন নিহত
মা হতে চান ‘সিঙ্গেল’ জয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা