ভারতের বিপক্ষে ৫ উইকেট পেলে সেলফি তুলবেন শাহিন আফ্রিদি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৩, ১৭:০১

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। টস হেরে ব্যাটিং করছে পাকিস্তান। ৩৩ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৬৬ রান তুলেছে তারা। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ২ ম্যাচেই জিতেছে পাকিস্তান। তবে এখনও জ্বলে উঠতে পারেননি দলটির তারকা পেসার শাহিন আফ্রিদি।

তবে এবার ভারতকে একপ্রকার হুমকি দিয়ে রাখলেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। বলে দিলেন, আহমেদাবাদে যদি ৫ উইকেট নিতে পারেন, তাহলে সেখানেই সেলফি তুলবেন তিনি।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুশীলনরত পাকিস্তান ক্রিকেট দলকে দেখতে ব্যাপক ভিড় জমিয়েছিলেন সমর্থকরা। সেখানেই পাকিস্তানি এই তারকা বোলারের কাছে সেলফি তোলার আবদার ভেসে যায়। ওই সময়ই শাহিন সাফ সাফ জানিয়ে দেন, ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেট নিতে পারলেই সেলফি তুলবেন তিনি। রেভ স্পোর্টস-এর প্রতিবেদনে শাহিন বলেছেন, ‘অবশ্যই আমরা সেলফি নেব। তবে পাঁচ উইকেট (ভারতের বিপক্ষে) নেওয়ার পর।’

ভারতের বিপক্ষে প্রথম খেলতে নেমে খুব একটা ভালো করতে পারেননি শাহিন আফ্রিদি। যদিও ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শাহিন ভারতের ব্যাটিংয়ে ধস নামিয়েছিলেন। আরব আমিরাতে সেবার ভারতের বিপক্ষে শাহিন আফ্রিদি কার্যত অপ্রতিরোধ্য পারফরম্যান্স দেখান।

৪ ওভারে মাত্র ২১ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন তিনি। ভারতের টপ অর্ডারকে একাই ধ্বংস করে দেন পাকিস্তানি এই পেসার। তার দুর্দান্ত পারফরম্যান্সের বদৌলতে ওই একবারই যে কোনো বিশ্বকাপে ভারতকে হারানোর স্বাদ নেয় পাকিস্তান। এবারও সেই শাহিন শাহ আফ্রিদিই পুরো পাকিস্তানের ভরসার নাম।

ঢাকাটাইমস/১৪অক্টোবর/এনবিডব্লিউ

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :