কালকিনিতে গৃহবধূ অপহরণ, থানায় অভিযোগ দায়ের

মাদারীপুরের কালকিনিতে গৃহবধূকে অপহরণের অভিযোগ উঠেছে। উপজেলার রমজানপুর ইউনিয়নের দক্ষিণ চর আইরকান্দি গ্রামে ওই ঘটনা ঘটে।
শনিবার বিকেলে অপহরণের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূর পরিবার।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, অপহৃত ওই গৃহবধূ গত ১১ অক্টোবর সন্ধ্যায় তার স্বামী বাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তিনি উপজেলার রমজানপুর এলাকার মাঝের খেয়াঘাট নামকস্থানে পৌঁছালে একই এলাকার জুয়েল শিকদার, জয়নাল শিকদারসহ কয়েকজন মিলে ওই গৃহবধূকে জোর পূর্বক একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। পরে এই ঘটনায় ওই গৃহবধূর বাবা বাদী হয়ে জুয়েল শিকদার, জয়নাল শিকদারসহ চারজনকে আসামি করে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অপহৃত ওই গৃহবধূ বাবা অভিযোগ করে বলেন, ‘আমার মেয়েকে জুয়েল শিকদার, জয়নাল শিকদারসহ চারজন মিলে অপহরণ করেছে। তাই আমি তাদের নামে থানায় অভিযোগ দিয়েছি। তারা তদন্ত করে ব্যবস্থা নিবেন।’
এ ব্যাপারে কালকিনি থানার ওসি (তদন্ত) মো. মারগুব তৌহিদ বলেন, ‘গৃহবধূ অপহরণের ঘটনায় থানায় চারজনের নামে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা থেকে গা ঢাকা দিয়েছে।
(ঢাকাটাইমস/১৪ অক্টোবর/ ইএইচ)

মন্তব্য করুন