মাদারীপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড

মাদারীপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার বিকালে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী এলাকায় মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনরত অবস্থায় সাতটি বাল্কহেড আটক করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন বলেন, শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী এলাকায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আটককৃত বাল্কহেড ব্যবস্থাপকরা অবৈভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অপরাধ স্বীকার করায় তাদেরকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আটককৃত বাল্কহেড থেকে জব্দকৃত ৪৪ হাজার ঘনফিট বালু রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। যার আনুমানিক মূল্য দুই লক্ষ বিশ হাজার টাকা।
বাজেয়াপ্তকৃত বালু স্পট নিলামের মাধ্যমে বিক্রয় করে বিক্রয়লব্দ অর্থ রাষ্ট্রের কোষাগারে জমাদানের জন্য শিরখাড়ার চেয়ারম্যানসহ তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। একইসাথে আটককৃত বাল্কহেড মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ আটককৃত বাল্কহেডের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইনচার্জ, কলাতলী নৌ পুলিশ ফাঁড়ি এর হেফাজতে দেয়া হয়।
(ঢাকাটাইমস/১৪ অক্টোবর/ইএইচ)

মন্তব্য করুন