২৭ রানে ২ উইকেট হারালো আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ২১:৩৯ | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২৩, ১৯:৪৯

নিউজিল্যান্ডের দেওয়া ২৮৯ রানে ব্যাট করতে নেমে আগের ম্যাচে ইতিহাস গড়ে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানো আফগানিস্তান ২৭ রানেই ২ উইকেট হারিয়েছে।

আফগানিস্তানের হয়ে আজ ওপেনিংয়ে নামা রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান নিজেদের ওপেনিং জুটি বেশিদূর নিয়ে যেতে পারেননি। দলীয় ২৭ রানে রহমানউল্লাহ গুরবাজের বিদায়ে ভেঙে যায় এই জুটি।

গুরবাজ ২১ বলে ১১ রান করে ম্যাট হেনরির শিকার হয়ে পিরে যান প্যাভিলিয়নে। তার বিদায়ে ২৭ রানে ওপেনিং জুটি ভাঙে আফগানদের।

গুরবাজের বিদায়ের ১ বল পরেই সাজঘরে ফিরে যান ইব্রাহিম জাদরান। ট্রেন্ট বোল্টের বলে মিচেল স্যান্টনারের হাতে ক্যাচ তুলে দিয়ে ১৫ বলে ১৪ রান করে ফিরে যান তিনি। তার বিদায়ে ২৭ রানে ২ উইকেট হারালো আফগানরা।

এরআগে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে উইল ইয়াং, টম লাথাম ও গ্লেন ফিলিপসের হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৮ রান তুলে। এখন জয়ের জন্য ২৮৯ রানের লক্ষে ব্যাট করছে আফগানরা।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :