নগরকান্দায় ১৪ বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ

ফরিদপুরের নগরকান্দায় এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ১৪ বস্তা নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে নগরকান্দা পৌরসভার কলেজ বালিয়া এলাকার ব্যবসায়ী মোহাম্মাদ আলীর বাড়িতে এই অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মইনুল হক।
তিনি জানান, অভিযুক্ত ব্যবসায়ী মোহাম্মদ আলী বাড়িতে নিষিদ্ধ পলিথিন ব্যাগ মজুদ রেখে বিক্রি করে আসছিল। খবর পেয়ে বুধবার দুপুরে ওই বাড়িতে অভিযান চালিয়ে ১৪ বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিক্রির দায়ে অভিযুক্ত ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত পলিথিন ধ্বংস করা হয়েছে।
(ঢাকা টাইমস/১৮অক্টোবর/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন