কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ভিড়

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৩, ০৯:২২
অ- অ+
কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযোশরদী ইউনিয়নের চাঁদহাট কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে এই নৌকার বাইচের আয়োজন করেন চরযশোরদী ইউনিয়ন আওয়ামী লীগ।

প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ফরিদপুর-২ আসনের সংসদ সসদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী। এবার বিজয়ীদের মাঝে ফ্রিজ ও কালার টিভি উপহার দেওয়া হয়েছে।

এদিকে সকাল থেকেই বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে নদীর দুই পাড়ে জড়ো হয়। শিশু-কিশোর-নারী-পুরুষসহ সব শ্রেণির-পেশার মানুষের সরব উপস্থিতিতে নদীর দুই ধার উপচে পড়ে। বিকাল ৪টার দিকে নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়। চড়ন্দারের ঘণ্টার টং টং আওয়াজের তালে তাল মিলিয়ে বাইচারা বইঠা টানেন হেলেদুলে। ১০টি সু-সজ্জিত বাইচের নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। নৌকা বাইচ উপলক্ষে নদের দুই পাড়ে বসেছে মেলা। মেলায় উঠেছে হরেক রকমের খেলনা ও বিভিন্ন ধরনের মিষ্টি।

চরযশোরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামার সরদার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার মো. মঈনুল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সোবহান মাষ্টার, সহসভাপতি চৌধুরী মারুফ হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান সুইট প্রমুখ।

নৌকা বাইচের সার্বিক তত্বাবধানে ছিলেন যুবলীগ নেতা বিপ্লব জামান।

(ঢাকা টাইমস/২০অক্টোবর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘ঝংকার’, জানুন কতদিন সক্রিয় থাকবে
আজ আবারও শাহবাগ ব্লকেড
শুভ বুদ্ধপূর্ণিমা আজ
যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা