‘দুর্গাপূজায় নিরাপত্তা দিতে সারাদেশে ২ লাখের উপরে আনসার মোতায়ন’

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০২৩, ২২:২৯
অ- অ+

শারদীয় দুর্গা উৎসবে নিরাপত্তা দিতে সারাদেশে আনসার ও ভিডিপির ২ লাখ ১২ হাজার ৬১২ জন সদস্য মোতায়ন রয়েছে বলে দাবি করেছেন আনসার ও ভিডিপির পরিচালক আহসান উল্লাহ।

শনিবার রাত সাড়ে ৭টার দিকে মাদারীপুরে শ্রী রাধা গোবিন্দ্র সর্বজনীন কেন্দ্রীয় মন্দিরে পরিদর্শনকালে সাংবাদিকদেরকে একথা বলেন তিনি ।

এ সময় তিনি বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করে হিন্দু নেতাদের সাথে কুশল বিনিময় করেন।

আনসার ও ভিডিপির পরিচালক আহসান উল্লাহ বলেন, সারাদেশে ৩২ হাজার ৮৪৫টি মণ্ডপে পূজা করা হচ্ছে। সেখানে কমপক্ষে ৬ জন করে সদস্য মোতায়ন আছে। এরমধ্যে প্রতিটি মণ্ডপে ২ জন নারী সদস্যকে বাধ্যতামূলক রাখা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির মাদারীপুর জেলা কমান্ড্যান্ট ফারজানা রহমান, সার্কেল অ্যাডজুট্যান্ট নিরব বিশ্বাস, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবুল কালাম, রাধা গেবিন্দ্র মন্দিরের সভাপতি নন্দ দুলাল সাহা, সাধারণ সম্পাদক বাবুল দাস।

(ঢাকাটাইমস/২১ অক্টোবর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বদলগাছীতে ইউপি চেয়ারম্যান আটক
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘ঝংকার’, জানুন কতদিন সক্রিয় থাকবে
আজ আবারও শাহবাগ ব্লকেড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা