দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর আর্থিক সহায়তা

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৩, ২১:৫৭

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরে সেনাবাহিনী জোনের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় পূজামণ্ডপ পরিদর্শন করে উপজেলার শ্রী শ্রী জগ্ননাথ মন্দির কমিটির হাতে এ সহায়তা তুলে দেন সেনাবাহিনীর নানিয়ারচর জোন কমান্ডার লে. কর্ণেল এস. এম. রুবাইয়াত হুসাইন, পিএসসি।

এ সময় জোন কমান্ডার বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার’ সাম্প্রদায়িক সম্প্রীতির এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকার পাহাড়ি জনপদে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতির বন্ধনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এছাড়াও নির্বিঘ্নে ধর্মীয় মহোৎসব পালনের স্বার্থে এবং সুষ্ঠুভাবে পূজা-অর্চনা পরিচালনার লক্ষ্যে জোন কর্তৃক সামগ্রিকভাবে নিরাপত্তা প্রদান করা হবে।

(ঢাকাটাইমস/২২ অক্টোবর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :