রাস্তায় সমাবেশের অনুমতি দেবে না ডিএমপি: বিপ্লব কুমার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১৬:১৫ | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৩, ১৫:৪৬

পুলিশ কোনো রাজনৈতিক দলকে রাস্তায় সমাবেশের মতো কর্মসূচি পালন করতে দেবে না বলে সাফ জানিয়ে দিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার।

তিনি বলেন, 'রাস্তায় কোনো সমাবেশের অনুমতি দেওয়া হবে না। মাঠ কিংবা খোলা স্থান নির্বাচন করে সেটি উল্লেখ করে আবেদন করতে হবে।'

বৃহস্পতিবার ডিএমপি সদরদপ্তরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠি পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর পাঠানো হয়েছে। দলটি বলেছে, নয়াপল্টন দলীয় কার্যালয় ছাড়া তারা কোনো সমাবেশ করবে না।

এ ব্যাপারে বিপ্লব কুমার সরকার বলেন, সকল রাজনৈতিক দলকে অর্থাৎ যারা সভা-সমাবেশ করার অনুমতি চেয়েছে, তাদের বলা হয়েছে জনদুর্ভোগ কমাতে। রাস্তা বাদ দিয়ে খোলা স্থান দেখতে বলা হয়েছে। সেটা খোলা মাঠ হতে পারে। সবাইকে বলা হয়েছে নিজেরটা নিজেরাই পছন্দ করে ডিএমপিকে জানাতে। কারণ আমাদের ঢাকা শহর মেগাসিটি এখানে যদি লাখ লাখ মানুষের সমাগম হয়, তাহলে ঢাকার বাসিন্দা যারা আছে দুই-আড়াই কোটি নগরবাসীর জীবনযাত্রা ব্যাহত হয়, অসুস্থ মানুষকে হাসপাতালে নিতে সমস্যা হয়। সব দিক বিবেচনা করেই নগরবাসীর স্বার্থে নির্বিঘ্নে চলাচলের জন্য এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডিএমপি কমিশনার সিদ্ধান্ত নিয়েছেন সমাবেশ করতে চাওয়া দলগুলোকে রাস্তা বাদ দিয়ে ভিন্ন স্থান নির্বাচন করতে।’

‘বিকল্প স্থান ঠিক করে আবেদন করলে কমিশনার চিন্তা করে দেখবেন তারা অনুমতি পাবে কি না’— যোগ করেন বিপ্লব।

তিনি আরও বলেন, 'আমি আশা করছি রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের কথা চিন্তা করে রাস্তা বাদ দিয়ে খোলা স্থানে সমাবেশ করার চিন্তা করবে।'

বিএনপি পল্টনেই সমাবেশ করার ঘোষণা দিয়েছে। তারা যদি নিজেদের সিদ্ধান্তে অনড় থাকেন তখন ডিএমপি কী করবে— জানতে চাইলে যুগ্ম কমিশনার বলেন, 'রাজনৈতিক নেতারা কর্মীদের চাঙ্গা রাখার উদ্দেশে অনেক সময় অনেক কিছুই বলেন। আমরা সেটিকে বিচার বিবেচনায় নিচ্ছি না। আমরা আইনে কী আছে সেটা বিবেচনা করব। ডিএমপির যে অর্ডিন্যান্স আছে সেখানে বলা আছে, ঢাকা শহরে কোনো সভা-সমাবেশ করতে হলে অবশ্যই কমিশনারের অনুমতি নিতে হবে। কেউ যদি অনুমতি না নেয় সেটি আইন অমান্য হবে। তবে আমি আশা করব রাজনৈতিক দলগুলো আইনের প্রতি বাধ্য থেকে পুলিশের প্রতি সহযোগিতা করবেন। আমরাও সবাইকে সহযোগিতা করতে চাই।'

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/এসএস/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :