বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ মামলায় গ্রেপ্তার ১৫

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৩, ১৬:৩৬
অ- অ+

গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করার মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে উপজেলার ফুলবাড়িয়া, মৌচাক ও চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে কালিয়াকৈর থানা পুলিশ।

জানা যায়, বেতন বৃদ্ধির দাবিতে গত রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার তেলিরচালা এলাকায় কারখানা শ্রমিকেরা বিভিন সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসব ঘটনায় বৃহস্পতিবার রাতে কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) সাব্বির রহমান বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী অফিসার (এসআই) জামিলুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭ অক্টোবর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে হামলা, আহত ৫
বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের বৈঠক
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে: মঈন খান
নির্বাচন বিলম্বিত হলে জনগণই রাস্তায় নামবে: ফারুক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা