টঙ্গীতে ৫৭ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে গাজীপুরের টঙ্গীতে প্রস্তুতি সভার আয়োজন করে গাজীপুর মহানগর তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। এ সভা থেকে ৫৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা পর হাজতখানায় পর্যাপ্ত স্থান না হওয়ায় টঙ্গী পশ্চিম থানা ও গাছা থানায় নেতাকর্মীদের স্থানান্তর করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুস্তাফিজুর রহমান।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে টঙ্গীর দত্তপাড়া এলাকায় শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাহউদ্দিন সরকারের বাসায় মহাসমাবেশকে কেন্দ্র করে আয়োজিত বৈঠক থেকে তাদেরকে আটক করা হয়। পরে রাতেই ৫৭ জনকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
আটকের পর আসাদুজ্জামান আসাদ নামে এক বিএনপি নেতা অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ও পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আসাদুজ্জামান আসাদ গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপির সাবেক সভাপতি ও আওয়ামী লীগ দলীয় গাজীপুর সিটি করপোরেশনের ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর জুয়েল মন্ডলের বড় ভাই।
তবে গ্রেপ্তার হওয়া বাকি নেতাকর্মীদের নাম প্রকাশ করা হয়নি।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে। টঙ্গী পূর্ব থানায় স্থান সংকুলন না হওয়ায় পার্শ্ববর্তী দুইটি থানায় নেতাকর্মীদের রাখা হয়েছে।
(ঢাকাটাইমস/২৭ অক্টোবর/ইএইচ)

মন্তব্য করুন