ভাত খেতে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল মাদরাসাছাত্রের

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৩, ০০:০৬| আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০০:০৮
অ- অ+

কুড়িগ্রাম সদরের যাত্রাপুরে মহিষবাহী ট্রাকচাপায় আরিফুল ইসলাম (১২) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার রাত ৯টার দিকে কুড়িগ্রাম-যাত্রাপুর সড়কের গাবেরতল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাদরাসাছাত্র যাত্রাপুর ইউনিয়নের চর রলাকাটা গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে। এবং ওই ইউনিয়নের ধরলার পাড় আল জামিয়া নুরুল উলুম ইসলামিয়া মাদরাসার হেফজখানা বিভাগের ছাত্র।

ধরলার পাড় আল জামিয়া নরুল-উলুম ইসলামিয়া মাদরাসার শিক্ষক মাঈদুল ইসলাম বলেন, নিহত আরিফুল ইসলাম আমাদের মাদরাসার হেফজখানা বিভাগের ছাত্র। সে গাবেরতল এলাকার মতিন মিয়া নামের একজনের বাড়িতে তিনবেলা খাওয়া-দাওয়া করত। রাত ৯টার দিকে ওই বাড়িতে ভাত খাওয়ার উদ্দেশ্যে বের হলে পথে একটি ট্রাক তাকে চাপা দেয়।

কুড়িগ্রাম সদর থানার ওসি মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ট্রাক ও চালক আটক রয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২৯ অক্টোবর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফরিদপুরে বিএনপি কর্মীর করা বিস্ফোরক মামলায় আ. লীগের ২১ নেতাকর্মী জেলহাজতে
জবিতে পূর্ণাঙ্গ শাটডাউনের হুঁশিয়ারি শিক্ষক-শিক্ষার্থী সমাবেশে
চুয়াডাঙ্গায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে হাঁসুয়া দিয়ে হত্যা
১১৫ শতাংশ শুল্ক কমাতে সম্মত চীন ও যুক্তরাষ্ট্র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা