দুদকে অভিযোগ: মাদারীপুরে কলেজের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৩, ২০:২২
অ- অ+

দুদকের তদন্তে অভিযুক্ত মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসনে কলেজের অধ্যক্ষ মো. হাসানুল সিরাজীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কলেজ পরিচালনা পর্ষদ।

রবিবার পরিচালনা পর্ষদের সভাপতির স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে অধ্যক্ষকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

সাময়িক বরখাস্ত পত্রের সূত্রে জানা যায়, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ মো. হাসানুল সিরাজীর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা, অসদাচারণ ও নারী শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণসহ বিভিন্ন অভিযোগে কলেজের শিক্ষকরা অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত হয়।

তদন্তে হাসানুল সিরাজীর বিরুদ্ধে দুর্নীতি, অব্যবস্থাপনা ও অসদাচারণ এর অভিযোগ প্রমাণিত, অধ্যক্ষ কর্তৃক নারী শিক্ষকদের প্রতি আচরণ শিষ্টাচার বহির্ভূত ও নারী বিদ্বেষী এবং একই সঙ্গে দুই প্রতিষ্ঠানে কর্মরত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

চিঠির আলোকে ও ইতোপূর্ব গভর্নিং বডির সভাপতির ৪টি কারণ দর্শানোর নোটিশের জবাব না দেয়ায় অধ্যক্ষকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তবে এ ব্যাপারে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি অভিযুক্ত অধ্যক্ষ।

এদিকে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের সহকারী অধ্যাপক মো. আলমগীর হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৯ অক্টোবর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বদলগাছীতে ইউপি চেয়ারম্যান আটক
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘ঝংকার’, জানুন কতদিন সক্রিয় থাকবে
আজ আবারও শাহবাগ ব্লকেড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা