গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, গাড়িতে আগুন, যান চলাচল বন্ধ

গাজীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৩, ১৩:১১| আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১৩:৪৮
অ- অ+

গাজীপুরের শিল্পঞ্চলে বেতন বাড়ানোর দাবিতে ষষ্ঠ দিনের মতো কারখানা শ্রমিকদের বিক্ষোভ চলছে। এ সময় শ্রমিকরা বেশ কিছু যানবাহন ভাঙচুর করে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া উত্তেজিত শ্রমিকরা সরকারি একটি গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

সোমবার সকাল থেকে মালেকেরবাড়ি, সাইনবোর্ড, ভোগরা বাইপাস এলাকায় জড়ো হয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে টানা ৬ষ্ঠ দিনের মতো সোমবারও গাজীপুরে আন্দোলনে নেমেছেন শ্রমিকরা। এদিন সকাল ৯টা থেকে ভোগড়া বাইপাসের আশপাশের এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করে। এ সময় তারা কয়েকটি কারখানায় ভাঙচুর চালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে।

এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রোডে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমান বলেন, বিক্ষুব্ধ শ্রমিকরা একটি পিকআপে আগুন ধরিয়ে দিয়েছে। এখনও শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাচ্ছে।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
দায়িত্ব নিয়েই হেভিওয়েট আ.লীগ নেত্রী গ্রেপ্তার, ঢাকা রেঞ্জের ডিআইজির প্রশংসায় জুলকারনাইন সায়ের
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, বিস্ফোরণ-গোলাগুলি
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা