দিনাজপুরে বিএনপি-জামায়াতের শ’খানেক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৩, ১৮:৫০
অ- অ+
প্রতীকী ছবি

দিনাজপুর শহরের উপকণ্ঠে পুলিশের ওপর ককটেল নিক্ষেপের ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামীর শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

সোমবার দুপুরে কোতয়ালী থানার উপপুলিশ পরিদর্শক মো. মোক্তার হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও অন্তত ৮০ জনকে।

তবে এখন পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোতালেব হোসেন ঢাকা টাইমসকে বলেন, ‘আমরা আসামি ধরার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। ২০-২২ জনকে চিহ্নিত করেছি। বাকিরা অজ্ঞাত।’

রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিনাজপুর শহরের দক্ষিণ উপকণ্ঠ পুলহাট এলাকার রূপম ওয়েল মিলের অদূরে একটি রাইস মিলের ফাঁকা জায়গায় পুলিশের ওপর ককটেল হামলা চালানো হয়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। এরপর আত্মরক্ষার্থে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ।

আহত দুই পুলিশ সদস্য হলেন- কোতোয়ালি থানায় কর্মরত পুলিশ কনস্টেবল অচিন্ত্য কুমার রায় (৩৮) ও পুলিশের পিকআপ ভ্যানচালক দীপক চন্দ্র (৩৫)।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মো. ফরিদ হোসেন জানান, ‘নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল দিনাজপুর শহরের পুলহাট রূপম ওয়েল মিল এলাকায় একটি রাইস মিলের কাছে যায়। সেখানে অবস্থানরত সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে টহল পুলিশের দুই সদস্য আহত হন। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।’

তিনি জানান, ‘গুলি ছোঁড়ার পর সন্ত্রাসীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি ককটেল ও বেশ কিছু ইটপাটকেল উদ্ধার করে। আহত দুই পুলিশ সদস্যকে দিনাজপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে ব্যারাকে নেওয়া হয়েছে।’

(ঢাকা টাইমস/৩০অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে: মঈন খান
নির্বাচন বিলম্বিত হলে জনগণই রাস্তায় নামবে: ফারুক
বদলগাছীতে বিএনপি নেতার বাড়ি থেকে রাসিকের সাবেক মেয়রের এপিএস গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আ.লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীদের নামাজ আদায়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা