বরিশালে সড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রদলের বিক্ষোভ, আটক ১৫

বরিশাল ব্যুরো, ঢাকা টাইমস
| আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১৬:৩৯ | প্রকাশিত : ০১ নভেম্বর ২০২৩, ১৬:১৬

দেশব্যাপী বিএনপির ডাকা অবরোধ সফল করতে দ্বিতীয় দিনে বরিশালে ঝটিকা মিছিল করেছে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার সকাল সোয়া ৭টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বান্দরোডে মহানগর ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে।

কর্মসূচিতে নেতৃত্ব দেন মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি। এসময় তারা সড়কের ওপরে টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ করেন।

এছাড়া সকালে সদর উপজেলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মুহাম্মদ রহমাতুল্লাহর নেতৃত্বে টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা।

অন্যদিকে গত রাতে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনের নেতৃত্বে এয়ারপোর্ট থানাধীন সাতমাইল এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে অবরোধের পক্ষে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।

এদিকে সকালে নগরীর বটতলা ও থানা কাউন্সিল সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করতে চাইলে সেখান থেকে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহবায়ক আবুল হোসেন, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হায়দার বাবুল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রেজাউল হক কিরণ, সাকলাইন মোস্তাকসহ ১৫ জনকে আটক করেছে পু‌লিশ।

বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

আটককৃতদের মধ্যে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো. হানিফ হাওলাদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক দ্বীন ইসলাম, মহানগর বিএনপির সদস্য একেএম মুসা কাজল, রাশেদুজ্জামান, শামসুল আলম, আনিছুর রহমানসহ ১৫ জন রয়েছেন বলে জানিয়েছে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা।

এদিকে অবরোধের মধ্যেই স্বাভাবিক দিন পার করছে বরিশালবাসী। সকাল থেকে নগরীর অভ্যন্তরে সব ধরনের থ্রি হুইলারসহ গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ ও রুপাতলী থেকে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার সব বাস চলাচল করছে। স্বাভাবিক আছে লঞ্চ চলাচলও। অন্যান্য দিনের মতোই স্বাভাবিক পরিস্থিতি সড়কগুলোতে। ব্যবসা, বাণিজ্য, আদালত, শিক্ষা কার্যক্রম রয়েছে স্বাভাবিক।

যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সড়কে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। কাউকে সন্দেহ হলে করা হচ্ছে তল্লাশি। পাশাপাশি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অবরোধকে পুঁজি করে কোনো পক্ষ অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) ফজলুল করিম।

(ঢাকা টাইমস/০১নভেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :